মেজর ডালিমের সাক্ষাৎকার এবং...
পলিটিক্যাল আসপেক্টে এই সাক্ষাৎকারের গুরুত্ব বহুদিন থাকবে। শহীদ জিয়াকে যেভাবে অনাহূতভাবে মুজিব হত্যার সাথে জুড়ে দেয়ার চেষ্টা করেছে শাহরিয়ার কবিররা, অন্তত সেই দায় কিছুটা ঘুচলো।
২.
শরিফুল হক ডালিমের এই আলাপ একটা র' ম্যাটেরিয়াল ভাবতে পারেন। ইতিহাস ভেতরে ভেতরে ঘষামাজা করছেন ডালিম। ফলে আমরা তার ভিউটা পাইছি। তবে এইটাও ঠিকঠাক পাইছি বলে মনে হয় না। কারণ দীর্ঘ সময়ের কারণে অনেক জিনিশ বিস্মৃত হইছেন বেচারা।
আর এই আলাপটা এবং আওয়ামী বয়ান দুইটারে মিলায়া নিজের মতো ইতিহাস দাড় করাইতে পারেন। কোনোটাই তো আসলে নন বায়াসড না, এমনকি আমার এই পোস্টও। সুতরাং নিজের ইতিহাস নিজে তৈরি করুন। যারে আপনার বিশ্বাসযোগ্য মনে হয় তারটা নিন। যতোটা মনে হয় ততোটা নিন।
৩.
এই সাক্ষাৎকার নিয়া একুশে টিভির সাবেক ক্রাইম রিপোর্টার ইলিয়াস হোসাইন আবারো জাতে উঠলেন মনে হইলো। গত কিছুদিন যাচ্ছেতাই জিনিশপাতি সাপ্লাই করতেছিলেন তিনি। আশা করছি ভবিষ্যতে এই টোনে থাকবেন।
এই সাক্ষাৎকারেও উনি একটি বিশেষ দলের টোনে প্রশ্ন করছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শহীদ জিয়াকে নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নানা প্রশ্ন জিজ্ঞেস করা হইলেও ওই বিশেষ দল নিয়ে কোনো প্রশ্ন করেননি ইলিয়াস মোল্লা, স্যরি সাংবাদিক ইলিয়াস। এই ইন্টারভিউ বিশেষ কোনো দলের পারপাস সার্ভ করতে ব্যবহৃত হইলেও অবাক হবো না। তবুও অন্তত সাংবাদিকতার লাইনে ফিরছেন মনে হইলো জনাব ইলিয়াস।।
৪.
মুক্তিযুদ্ধে ৩০ লাখ নাকি ৩ লাখ শহীদ হইছেন এই আলাপ পুরান। নতুন ব্যাপার হচ্ছে মেজর শরিফুল হক ডালিম ৩ লাখ বলছেন। কিন্তু উনার কথারেও এবসলিউট ধইরা নেওয়া যাবে না। ৭৫ ইস্যুতে কিছু বললে ঠিক আছে, কিন্তু ৭১ উনার আওতার বাইরে।
যেমন শহীদ জিয়া সম্পর্কে বললে আমারে বলতে হবে, ৭১ ইস্যুতে শহীদ জিয়ার যে কোনো স্ট্যাটমেন্ট ঠিক আছে। কিন্তু ৭৫-এ তিনি হিশাবে নাই। কারণ তিনি ওই সময় মূল খেলোয়াড়দের কেউ ছিলেন না তিনি। শহীদ জিয়া ছিলেন ‘আসলাম, দেখলাম, জয় করলাম, তারপর আবার নিভৃতে চলে গেলাম’ টাইপের মানুষ। সেটা ভারত-পাকিস্তানের ১৯৬৫ সালের যুদ্ধের সময় দেখা গেছিল, ৭১ এর ২৬ মার্চ দেখা গেছিল এমনকি ৭৭ এর ৭ নভেম্বর দেখা গেছে। ঝামেলা নিজ থেকে গায়ে না এসে পড়লে সে ঝামেলায় জড়াতে চাইতেন না তিনি। এইটারে আবার শাহাদুজ্জামান তার 'ক্রাচের কর্নেল'এ অসাধুভাবে অসৎ উদ্দেশ্যে বর্ণনা করেছেন।
৫.
৭৫'র অভ্যুত্থানে মুজিবের ক্রসফায়ারে শহীদ জিয়ার ইনভলভমেন্ট থাকা না থাকায় কি এমন সমস্যা? অন্তত ২৪'র গণঅভ্যুত্থানের পরে!
মেজর শরিফুল হক ডালিমের কথায় শহীদ জিয়া ইনভলভ থাকলেও কিছু যেতো আসতো না। মানে শেখ মুজিবকে তখন যে-ই সরাক ঠিক কাজটাই করছে। বরং শেখ হাসিনারে না সরাইতে পারা আমাদের ২৪'র অভ্যুত্থানকারীদের ব্যর্থতা। এই দায় আমরা এড়াইতে পারি না।
Sherrif | 06.01.2025
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন