জুলাই আমারে ঝামেলায় ফালায় দিয়া গেল

(এই লেখাটা একটু বড় হচ্ছে, সময় না থাকলে স্কিপ প্লিজ) অনেকবার অনেক ট্যাগ খাইছি। বামপন্থী ছাত্রদল, শাহবাগপন্থী ছাত্রদল, শিবিরপন্থী ছাত্রদল... এবার খাওয়ার আগেই একটা ট্যাগ নিজেই নিজেরে দিয়ে দিতে চাই। ‘সমন্বয়ক’পন্থী ছাত্রদল। মানে আগে পরে এই ট্যাগ খাইতে পারি। সমন্বয়কপন্থী ছাত্রদল বলতে যে ছেলেগুলা ছাত্রদল হয়েও বিপ্লবীদের প্রতি প্রেম রাখে। আমার মনে হয় আমার সংগঠন আগে পরে এই সমস্যা ফেস করবেই। আন্দোলনে সরাসরি সক্রিয় থাকা কর্মীর মনস্তত্ত্ব আর আন্দোলনকে জাস্ট সাপোর্ট করা লোকের মনস্তত্ত্ব এক হবে না। যে কারণে আমি নাহিদ ভাইরে যেমনে দেখি আপনার সেভাবে দেখার চোখ নাও তৈরি হতে পারে। খ. ক্যান এটা হবে তা বোঝার জন্য চলেন, আমরা একটু জুলাইয়ের দিনগুলোতে ফিরে যাই। যেদিন আমি হাসনাত আব্দুল্লাহ ও সারজিসরে থরথর করে কাঁপতে দেখছি। ১৭/১৮ই জুলাইয়ের কথা বলতেছি। (স্মৃতি থিকা লিখতেছি কিছু অস্পষ্ট হইতে পারে। এ জন্যই জুলাইয়ের ইতিহাস না হারাতে দিতে সবার ইতিহাস লেখা উচিৎ। না লিখলে ইতিহাস হাইজ্যাক হয়, রিক্রিয়েট হয় যেমনটা ৭১’ এ হইছে) তো হ্যাঁ, ওইদিন বিকেলে ভিসি চত্বরের দিকে সাইকেলে আগাইতাছিলাম। আগেই চিন্তা ছিল শহীদ আবু সাঈদদে...